মমেক হাসপাতালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫১ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ময়মনসিংহ মেডিকে কলেজ হাসপাতালে (মমেক) ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকালে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ফরহাদ হোসেন হিরা এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তি টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকিজ মিয়ার ছেলে হাবীব (৩০)। তিনি ঢাকার মহাখালী এলাকায় বসবাস করতেন।
ফরহাদ হোসেন হিরা জানান, রোববার (৩০ জুলাই) বিকেলে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন হাবীব। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪ জন।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৪ জন। তাদের মধ্যে নারী ১৬ ও শিশু আটজন ও পুরুষ রয়েছেন ১৩০ জন। ভর্তিকৃত রোগীর অধিকাংশের অবস্থা স্থিতিশীল রয়েছে।