ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ৫:২৯:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাসাবোতে নির্মাণ শ্রমিকদের মধ্যে ডেঙ্গু নিয়ে সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্মাণ শ্রমিকদের মধ্যে ডেঙ্গু বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য বাসাবো এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রায় ২’শ নির্মাণ শ্রমিক অংশ নেন। 
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো জাহাঙ্গীর হোসেন এবং বেসরকারি আবাসন প্রতিষ্ঠান এমবিট হোমস লি. এর সহযোগিতায় আজ মধ্য বাসাবোয় নির্মাণাধীন একটি ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় অঞ্চল-২ এর সহকারি স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাদাৎ মোহাম্মদ সালেহ প্রধান আলোচক হিসেবে অংশ নেন। 
ডা আবু সাদাৎ বলেন, মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হচ্ছে- সবচেয়ে বেশি মশার লার্ভা পাওয়া যায় এমন কয়েকটি স্থানের মধ্যে নির্মাণাধীন ভবন অন্যতম। তাই নির্মাণাধীন ভবনে যাতে এডিস মশার প্রজননস্থল সৃষ্টি না হয়, সেজন্য আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি। আপনারা সচেতন হলে পরে ডেঙ্গু রোধ প্রতিরোধ করা অনেকাংশেই সহজতর হবে।
অনুষ্ঠানে অংশ নেয়া নির্মাণ শ্রমিকরা এ সময় ডেঙ্গু রোগ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন।