ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১:২৬:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নেত্রকোণায় পৃথক স্থানে পানিতে ডুবে বৃদ্ধা-শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ২ আগস্ট ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পৃথক স্থানে পুকুর ও ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধা নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) উপজেলার খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর এবং উপজেলার পশ্চিম মৌদাম গ্রামে এ দুটি অপমৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ফাজিলপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন (৯১) এবং পশ্চিম মৌদাম গ্রামের বকুল মিয়ার আড়াই বছর বয়সী শিশু মাসুদ মিয়া।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজেরা খাতুন মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পশ্চিম পাশে পুকুরে গোসল করতে যান। পরে তার ফিরতে দেরি হওয়ায় তার ছেলে তাকে খুঁজতে বের হন। এসময় তিনি পুকুরের পানিতে মায়ের মরদেহ ভাসতে দেখেন। অপরদিকে দুপুর ১টার দিকে বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে মারা যায় পশ্চিম মৌদাম গ্রামের বকুল মিয়ার শিশুসন্তান মাসুদ। পরে পরিবারের লোকজন তার নিথর দেহ পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক ঘটনায় পানিতে ডুবে এক বৃদ্ধা ও এক শিশু মারা গেছে। পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।