গায়িকা লিজ্জোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১০ পিএম, ৩ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
জনপ্রিয় আমেরিকান র্যাপার লিজ্জো। ছবি: ফোর্বস
যৌন হয়রানির অভিযোগের মুখোমুখি গ্র্যামি-জয়ী আমেরিকান র্যাপার, গায়িকা লিজ্জো। প্রাক্তন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার তার বিরুদ্ধে যৌন, জাতিগত বিদ্বেষ ও বডি শেমিংয়ের মতো বিস্ফোরক অভিযোগ করেছে। লিজ্জোর আসল নাম, মেলিসা ভিভিয়েন জেফারসন।
তিন প্রাক্তন নৃত্যশিল্পী এই গায়িকার বিরুদ্ধে যৌন হয়রানি এবং বডি শেমিংয়ের এই অভিযোগ এনেছে। অভিযুক্তদের মধ্যে আরও রয়েছে গায়িকার প্রযোজনা সংস্থা বিগ গ্রিল ট্যুরিং অধিকর্তা ও তার নৃত্য দলের প্রধান শার্লিন কুইগিল।
নৃত্যশিল্পী আরিয়ানা ডেভিস, নোয়েল রদ্রিগেজ ও ক্রিস্টাল উইলিয়ামস গায়িকার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছে।
এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, মামলায় একজন নৃত্য শিল্পী দাবি করেছিলেন যে ফেব্রুয়ারির শেষের দিকে আমস্টারডামের একটি ক্লাবে একজন নগ্ন অভিনয়শিল্পীকে স্পর্শ করার জন্য তাকে জোর করা হয়। বর্তমানে লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে মামলাটি চলছে।