বরগুনায় ২৫৯৩ শিশুকে বিনামূল্যে শিক্ষাউপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:০৬ পিএম, ৩ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বরগুনার আমতলীতে আজ বৃহস্পতিবার উপজেলার হতদরিদ্র পরিবারের ২ হাজার ৫৯৩ জন শিশুকে বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। এ সময়ে তাদের প্রতিকী গণজন্মদিন উপলক্ষে কেক কেটে উৎসব করা হয়।
আমতলীর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম কেকটি কেটে কার্যক্রমের উদ্বোধন করেছেন।
বে-সরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদের (এনএসএস) উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন-এপি’র আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল স্মৃতি সংসদ নির্বাহি পরিচালক এড. শাহাবুদ্দিন পান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন ফকির, আমতলী প্রেসক্লাবের সভাপতি ও বাসসেন বরগুনা সংবাদদাতা একেএম খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, ওয়ার্ল্ড ভিশন-এপি আমতলীর ম্যানেজার সুরভি বিশ্বাস।
অনুষ্ঠানে শিশুদের মধ্যে বিতরণকৃত উপকরণের মধ্যে ছিলো- ফোল্ডিং টেবিল, কলম, পেন্সিল, বালতি, বেডসিট, সাবান ও ডিটারজেন্ট পাউডার।