ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ৫:৩৪:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীতে বাসাভাড়ার টাকা দিতে গিয়ে নির্যাতনের শিকার নারী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৪ এএম, ৪ আগস্ট ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলে বাসাভাড়ার টাকা দিতে গিয়ে এক নারী শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই নারীর ছেলে রাফি হোসেন শুভ এ অভিযোগ করে জানান, তার মা সিরাজগঞ্জ জেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ছেলে রাফি জানান, তারা ধানমন্ডি ৬/এ-এর ৪৭ নম্বর বাসায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে বাসাভাড়ার টাকা দিতে তার মা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৮ নম্বর গেটের পাশে আরিফ গ্রুপের ভবনের সপ্তম তলায় যান। সেখানে ভবনের ম্যানেজার তার মাকে চা-নাস্তা খাওয়ালে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার মাকে বাথরুমে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয়। পরে তার মা জেমিকে শিক্ষা ভবনের সামনের রাস্তায় অচেতন অবস্থায় ফেলে যাওয়া হয়।

তিনি আরও জানান, সন্ধ্যার দিকে ঢাবির এক শিক্ষার্থী আমার মাকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় এক রিকশাচালকের সহায়তায় তারা আমার মাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এসে ভর্তি করান। আমরা খবর পেয়ে হাসপাতালে চলে আসি। পরে মায়ের কিছুটা জ্ঞান ফিরলে এসব কথা আমাদের জানান।

ভুক্তভোগী ওই নারীর বরাত দিয়ে হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারী মতিঝিল এলাকায় কোনো একটি বাড়ির ৭ম তলায় গিয়েছিলেন বাসা ভাড়ার টাকা জমা দিতে। সেখানে এক ব্যক্তি তাকে চা, বিস্কুট খাওয়ান। এরপর তাকে জোর করে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করেছেন ওই নারী। তবে সেখান থেকে তিনি কীভাবে শিক্ষা ভবন এলাকায় এলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন।