পান্না কায়সারের মরদেহ শহিদ মিনারে নেয়া হবে কাল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার
অধ্যাপক পান্না কায়সার
লেখক, গবেষক, শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সারের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল রোববার কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে।
কাল বেলা ১১টায় তার মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালের মরচুয়ারি থেকে শহিদ মিনারে নেওয়া হবে। বেলা একটা পর্যন্ত তাঁর মরদেহ সেখানে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হবে।
উল্লেখ্য, পান্না কায়সার (৭৩) শুক্রবার সকালে তার মেয়ে শমী কায়সারের বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী।
মৃত্যুকালে মেয়ে শমী কায়সার ও পুত্র অমিতাভ কায়সারসহ অসংখ্য গুণগ্রাহী, বন্ধু, সহকর্মী ও পরিজন রেখে গেছেন।