পঞ্চাশ পার করলেই নারীদের মধ্যে বাড়ছে জরায়ুর সমস্যা:গবেষণা
স্বাস্থ্য ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৬ এএম, ১১ আগস্ট ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
পঞ্চাশ পার করলেই নারীদের মধ্যে বাড়ছে জরায়ুর সমস্যা। অন্যতমটি হল ইউটেরাইন প্রল্যাপস বা হিস্টেরেকটমি। এটি শুধু সন্তান প্রসবের ফলে হয় তেমনটা নয়। হাঁচি, ভারী কিছু তোলা, জোর করে মলত্যাগ করার চেষ্টা – যে কোনো কারণেই হতে পারে। এ বিষয় নিয়ে যা বলছে গবেষণা...
পেলভিসের ভিতরে থাকে জরায়ু। পেলভিক পেশী জরায়ুকে চারপাশ থেকে সুরক্ষিত করে রাখে। যখন এই পেশীগুলি দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয়, তখন জরায়ু যোনিতে নেমে যেতে পারে। উপরন্তু, মূত্রাশয় বা অন্ত্রসহ অন্যান্য পেলভিক অঙ্গগুলিও প্রল্যাপস হতে পারে। ভ্যাজাইনাল চাইল্ডবার্থ, বয়স, পেলভিক ফ্লোরের সমস্যা– নানা কারণেই এটি হতে পারে।
বুঝবেন যেভাবে
জরায়ু প্রল্যাপসের সবচেয়ে সাধারণ উপসর্গ হল যৌনাঙ্গে অত্যাধিক চাপ। যোনি ভারী হওয়া। কিছু বেরিয়ে আসছে বলে মনে হওয়া। যদিও অবস্থাটি প্রাণঘাতী নয়। তবে প্রল্যাপসের তীব্রতার উপর নির্ভর করে এটি ব্যথা এবং অস্বস্তির কারণ হতে পারে। অনেক নারীর ক্ষেত্রে এটি মূত্র ও মলত্যাগের সময় অসুবিধা তৈরি করে। কেউ আবার কোমরে ও তলপেটে ব্যথা অনুভব করেন।
এই সমস্যা চিহ্নিত করার জন্য যথাযথ ডায়াগনসিস ও ডাক্তারি পরামর্শ প্রয়োজন। যোগাভ্যাস করলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। আজকাল