ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ২৩:২৭:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীনে বন্যায় ২৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ১১ আগস্ট ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে গত কয়েক সপ্তাহের বৃষ্টি আগের সব রেকর্ড ছাড়িয়ে বন্যায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বিয়য়টি নিশ্চিত করা হয়েছে।

সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ১০ আগস্ট পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন নিখোঁজ ছিলেন। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও ১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।

বেইজিং স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গত মাসের শেষের দিকে রাজধানী বেইজিংয়ে তীব্র বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে দুজন উদ্ধারকর্মী। সাম্প্রতিক সময়ে বেইজিংয়ে রেকর্ড বৃষ্টি হয়। এতে সেখানকার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অব্যাহত বৃষ্টিতে শহর ও আশপাশের এলাকা তলিয়ে যায়।


সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টিতে বেইজিংয়ের পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৫৯ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় লাখ মানুষ। তাছাড়া ১৫ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। বেইজিংয়ের ভাইস মেয়র জিয়া লিনমাও বলেছেন, শতাধিক সেতুসহ অনেক রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক সপ্তাহেরও বেশি সময় আগে চীনের রাজধানীতে টাইফুন ডকসুরি আঘাত হানে। কিন্তু পরবর্তী সময়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকে। এতে দেখা দেয় বন্যা-ভূমিধস। এছাড়া গত সপ্তাহে উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে বৃষ্টি ও আকস্মিক বন্যা পরিস্থিতিতে আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়।