ঢাকা, রবিবার ০৮, সেপ্টেম্বর ২০২৪ ৮:০৬:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবার প্রধানমন্ত্রীর ছাদবাগানে কাঁচামরিচ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ১১ আগস্ট ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক ইঞ্চি জমিও ফাঁকা না রাখতে জনবান্ধব যে নির্দেশনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন সবার আগে তার বাস্তবায়ন তিনি নিজেই করেছেন গণভবনে। কৃষিবান্ধব প্রধানমন্ত্রী সেখানে ফলিয়েছেন ফুল-ফসল-শাকসবজি, করছেন মৎস ও পশুপালন। গণভবন জুড়ে প্রধানমন্ত্রীর কৃষি উদ্যোগ ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।
এবার প্রধানমন্ত্রীর ছাদবাগানে হয়েছে কাঁচামরিচ। গণভবনের ছাদে টবে কাঁচামরিচ গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা। ফলন এসেছে কাঁচামরিচের গাছগুলোয়। আর নিজেই মুঠোফোনে সেই ছবি তুলেছেন তিনি। ছাদবাগানে আরো হয়েছে ধনেপাতা, করম চা ও আনারস।
বঙ্গবন্ধুকন্যা যে শুধু মুখেই বলেন না, সবাইকে যা করতে বলেন নিজে তা করেও দেখান। একটি পরিবারের যতটুকু সবজি প্রয়োজন, তার অনেকটাই ছাদে বা বারান্দায় টবে চাষ করে মেটানো সম্ভব। সম্ভব প্রতিবেশীরও প্রয়োজন মেটানো। আর এই বার্তাই সাধারণ মানুষকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা।
করোনা মহামারি যখন শুরু হয়, তখন খাদ্য সংকট মোকাবিলায় দেশের প্রতিটি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনতে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানিয়েই থেমে থাকেননি তিনি, নিজের বাসভবনে গড়ে তুলেছেন কৃষি খামার। গণভবনের প্রতিটি ইঞ্চি জমিতে ফসল ফলিয়েছেন।
গণভবনে তিনি চাল, ডাল থেকে শুরু করে পেয়াজ, হলুদ, মরিচ, তেজপাতা-ধনেপাতাসহ বিভিন্ন ধরনের শাকসবজিও আবাদ করেছেন। শুধু গণভবনেই নয়, ফসল ফলিয়েছেন তিনি টুঙ্গিপাড়ার পৈত্রিক পতিত জমিতে। সেই ফসল গণভবনে নিয়ে এসে বিলিয়েও দিয়েছেন সবার মাঝে।
সরকারপ্রধান হয়েও কৃষি অনুশীলনে নেমেছেন বঙ্গবন্ধুকন্যা। মাটি ও ফসলের সংস্পর্শে সম্পৃক্ত রেখেছেন নিজেকে । সবাইকে উৎসাহ দিতে সৃষ্টি করেছেন দৃষ্টান্ত। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ বঙ্গবন্ধুকন্যার দেখানো পথ ধরেই পরিণত হবে খাদ্য উদ্বৃত্তের দেশে।