ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ২৩:২৫:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মিয়ানমারে বন্যা ও ভূমিধসে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৪ এএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিয়ানমারে বন্যা ও ভূমিধসে অন্তত ৫ জন নিহত হয়েছেন। ৪০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।  শনিবার (১২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, টানা ভারী বৃষ্টিতে দেশটির রাখাইন প্রদেশের অনেক এলাকা ও কৃষিজমি পানিতে ডুবে গেছে। তবে, বাগোর এলাকার বহু মানুষ পানির মধ্যে আটকা পড়েছেন। বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ৪০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়-বিষয়ক কার্যালয় বলছে, ভারী বৃষ্টিপাত এবং নদীর পানি বেড়ে যাওয়ায় মিয়ানমারে প্রায় ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি প্রদেশে মৌসুমি ধানের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, মিয়ানমার প্রতি বছর আগস্ট মাসে ভারী বৃষ্টিপাত হয়। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে সারা বিশ্বই চরম আবহাওয়ার সম্মুখীন হয়েছে। বিজ্ঞানীরা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের ঘটনাগুলো আরও খারাপভাবে দেখা দিয়েছে।