আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০১ পিএম, ১৩ আগস্ট ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
আশুলিয়ার শ্রীপুরে একটি টিনশেড বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ ৬ জন হলেন- মো. সাদিকুল (২৮), মো. হাসিম আলি (৪০), মোছা. সাবিনা বেগম (৪০), মো. নজরুল ইসলাম (৪৫), মো. মহসিন (২৭) ও মোছা. কমলা বেগম (৫০)।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা হুমায়ুন কবির বলেন, আমার ভাবি সাবিনা পোশাক শ্রমিক। আমি রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ পাই। পরে আমি গিয়ে দেখি দগ্ধ অবস্থায় পড়ে আছেন ভাবীসহ (সাবিনা) আরও বেশ কয়েকজন। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।
এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, আশুলিয়া থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে হাসেম আলীর শরীরের ৪৫ শতাংশ, নজরুল ইসলামের ৪৬ শতাংশ, সাদিকুল ইসলামের ৫০ শতাংশ, সাবিনা বেগমের ৫০ শতাংশ, কমলা বেগমের ২০ শতাংশ ও মোহাম্মদ হোসাইনের ১০ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক ও একজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।