ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ৩:২৯:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জুরাইনে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৯ এএম, ১৪ আগস্ট ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর জুরাইন এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর কদমতলীর জুরাইন মাদবর বাজার সলিমুল্লাহ রোড মন্নান মাস্টারের চারতলা বাড়ির নিচতলায় এই বিস্ফোরণের এঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আতাহার আলী (৩৫), আলতাব সিকদার (৭২), মর্জিনা বেগম (৫০), মুক্তা খাতুন (৩০) ও আফসানা(৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, গভীর রাতে জুরাইন থেকে নারী শিশুসহ দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে আতাহার আলীর ৫০ শতাংশ, আলতাব শিকদারের ২ শতাংশ, মুক্তা খাতুনের ৪৫ শতাংশ, মর্জিনা বেগমের ৫ শতাংশ ও শিশু আফসানার ২৫ শতাংশ ফেস বার্ন হয়েছে। এদের মধ্যে তিনজনকে জরুরি বিভাগে ভর্তি দেয়া হয়েছে বাকি দুজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।


হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মাহবুব বলেন, তারা জুরাইন সর্দার বাজার সলিমুল্লাহ রোডের মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন। বিস্ফোরণে দগ্ধরা সবাই একই পরিবারের সদস্য। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঁচজনের চিকিৎসা চলছে। স্থানীয় থানাকে বিষয়টি জানানো হয়েছে।

//এস//

সূত্র: ইএনবি নিউজ লিঃ