ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ৩:৩৩:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কেরানীগঞ্জে কারখানায় আগুন, নারী-শিশুসহ ৪ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কেরানীগঞ্জে একটি কেমিক্যাল কারখানার গুদামে। ওই  আগুনকাণ্ডে দুই শিশুসহ চারজন মারা গেছেন।  মঙ্গলবার ভোর সাড়ে ৩টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গদাবাগ এলাকায় হাজী আবুল হাসনাতের মালিকানাধীন স্বাদ গ্লাস অ্যান্ড পলিমার কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।

   ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে ঘুমিয়ে থাকা জেসমিন আক্তার (৩০) ও তার কন্যা সন্তান ইশা (১৬), মিনা (২২) ও তার শিশুসন্তান তাইয়েবার (২) মৃত্যু হয়। জেসমিন সৌদিপ্রবাসী মিলন মিয়ার স্ত্রী। মিনার স্বামীর নাম সোহাগ মিয়া। 

এ ঘটনায় পাশের বাড়ির বেশ কয়েকজনকে অগ্নিদগ্ধ হয়েছে। তাদের রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
 স্থানীয় এলাকাবাসীরা জানায়, অগ্নিকাণ্ডের পরপরই দমকল বিভাগকে খবর দিলে তারা প্রায় এক ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।এর আগেই স্থানীয়ভাবে লোহার হাতুড়ি দিয়ে দেয়াল ভেঙে বেশ কয়েকজন হতাহতকে উদ্ধার করে। দমকল বিভাগের উপ-সহকারী এজিএম (হেডকোয়ার্টার্স) মো. সামসুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস এবং এরপর সদরঘাট ও হেডকোয়ার্টার্সের ছয়টি ইউনিট প্রায় ২ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির 
পরিমাণ তৎক্ষণিক নিরূপণ করা সম্ভব হয়নি।