ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ২১:২০:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ২১ আগস্ট ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার সকালে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এর আগেদিন রোববার রাত পৌনে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ত্রিশালের ফাতেমানগর স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্ট বলেন, রাত ১১ দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। তারা পিছনের একটি বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের পর সকাল পৌনে আটটার দিকে ট্রেন চলাচল স্বভাবিক হয়। ট্রেন লাইনচ্যুতের ফলে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন, ঢাকাগামী যমুনা এক্সপ্রেসসহ একাধিক কমিউটার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা ছিল। ফলে ঐসব ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

এর আগে জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা ৭ মিনিটে ছেড়ে যায়। ত্রিশালের ফাতেমানগর স্টেশনে পৌঁছায় ৮টা ৩৫ মিনিটে। সেখান থেকে ঢাকার দিকে যাওয়ার পথে কিছুদূর এগোতেই রাত পৌনে ৯টার দিকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় লাইনচ্যুত হয়ে প্রায় আধা কিলোমিটার যায় বগিগুলো। এতে যাত্রীর আতঙ্কিত হয়ে পড়েন। অনেকই ট্রেন থেকে নেমে বিকল্প পথে নিজেদের গন্তব্যে রওনা দেন। জামালপুর এক্সপ্রেস রোববার বন্ধ থাকায় অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের চাপ বেশি ছিল ।


দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রী সুইটি আক্তার বলেন, ট্রেনটি লাইনচ্যুত হয়ে অনেক পথ চলে আসে। তখন প্রচণ্ড শব্দে সবাই আতঙ্কিত হয়ে উঠে। আল্লাহর রহমতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।