ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ২১:৪১:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চট্টগ্রামে ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তরুণ-তরুণীর প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৬ এএম, ২২ আগস্ট ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই তরুণ-তরুণীর প্রাণহানী হয়েছে। সোমবার (২১ আগস্ট) দিবাগত রাতে ফ্লাইওভারের ওয়ানা-জিইসি অংশে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. ইমরান এবং নাহিদা সুলতানা। ইমরান পূর্ব মাদারবাড়ি দারোগাহাট রোডের ইউনুস মোল্লার ছেলে। আর নাহিদা কক্সবাজারের চকরিয়া উপজেলার গোয়াখালী এলাকার রাসেল চৌধুরীর মেয়ে।  ইমরান সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও নাহিদা একই কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মো. তাহসিন। 
জানা গেছে, নিহত নাহিদা সুলতানা ছাত্রলীগ নেতা ইমরানের বান্ধবী। তারা বাইকার গ্রুপ। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। সোমবার রাত সাড়ে ১০টার সময় খুলশী থানার ওয়াসা এবং জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারে মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আশেক বলেন, জিইসি মোড় ফ্লাইওভারে দুর্ঘটনায় আহত দুই তরুণ-তরুণীকে মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।