ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ৩:৩০:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেড় বছরের সন্তানকে রেখে মায়ের ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ২৩ আগস্ট ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকার পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের। সেই গৃহবধূর নাম নিশাদ আন্নু (২০)। তার দেড় বছরের সন্তান রয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে অচেতন অবস্থায় নিশাদ আন্নুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

কী ঘটেছিল

নিহতের স্বামী রানা বলেছেন, ‘আমরা ২৭নং উত্তর রায়েরবাগ দ্বিতীয় তলা মসজিদ গলির তিনতলা বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকি। আমাদের ঘরে দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আজ রাত সাড়ে আটটার দিকে পারিবারিক কলহের জেরে অভিমান করে আমার স্ত্রী নিশাদ আন্নু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বেশ কিছু সময় পার হয়ে গেলে দরজা না খোলায় আমার সন্দেহ হয়। পরে দরজা ভেঙে দেখি সে গলায় রশি প্যাঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে দ্রুত তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার স্ত্রী আর নেই। আমি ভাবতেও পারিনি সামান্য বিষয় নিয়ে সে এমন কাজটি করবে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে।’