খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক, দাবি চিকিৎসকদের
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০১:৫৭ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছে বলে দাবি করেছেন তার ব্যক্তিগত এক চিকিৎসকরা। তাকে দ্রুত বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর সুপারিশ করেছেন এ চার চিকিৎসক।
আজ শনিবার বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়াকে দেখে বের হয়ে তারা এ সুপারিশ করেন। এ চার চিকিৎসক হলেন-প্রফেসর এফএম সিদ্দিকী, প্রফেসর সৈয়দ ওয়াহিদুর রহমান, প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস ও ডা. মো. আল মামুন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে চার পৃষ্ঠার একটি সুপারিশমালা তারা কারা কর্তৃপক্ষকে দিয়েছেন।
এই প্রশ্নের উত্তরে বলেন, ওনার কথায় কিছুটা জড়তা আছে। তবে কমিউনিকেশন করতে পারছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, গত ৫ জুন দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গিয়ে ট্রানসিয়েন্ট ইসকেমিক অ্যাটাক (টিআইএ) বা সাময়িক ব্রেন স্ট্রোক হয় খালেদা জিয়ার।
চিকিৎসকেরা বলেছেন- খালেদা জিয়াকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিতে হবে। সেখানে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা রয়েছে।
এর আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়া গত মঙ্গলবার দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তিন সপ্তাহ ধরে তিনি ভীষণ জ্বরে ভুগছেন। যা কোনোভাবেই থামছে না।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন বিএনপি প্রধান।