ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ২১:৩৪:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নতুন দুই প্রজাতির ডাইনোসর ফসিলের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নতুন দুই প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। মরক্কোর উত্তরাঞ্চলীয় এক এলাকা থেকে এই দেহাবশেষ উদ্ধার করা হয়। 

বিজ্ঞানীদের ধারণা এই দুই প্রজাতি কারনিওভোরে পরিবারের আবেলিসরিডি গোত্রের সদস্য। টাইরোনসরাসের ‘কাজিন’ বলে অভিহিত করা হচ্ছে এই প্রজাতির ডাইনোসরকে গুলোতে।

ডাইনোসর গোত্রের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রজাতি হিংস্র টায়রোনোসরাস এক্স। এটি টি-রেক্স নামে বেশি জনপ্রিয়। টি-রেক্সকে নিয়ে তৈরি হয়েছে প্রচুর উপন্যাস ও সিনেমা। তাই এই প্রজাতির নতুন ডাইনোসরের সন্ধান গবেষক ও ডায়নোসরপ্রেমীদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করেছে।

মরক্কোর কাসাব্লাঙ্কার কাছেই এই ফসিল আবিষ্কার করেন বিজ্ঞানীরা। তারা বলছেন, ৬ কোটি বছর আগে ডাইনোসর বিলুপ্ত হওয়ার আগে আফ্রিকায় ডায়নোসরদের একাধিক প্রজাতি ছিল।

সিদি দাউইতে পাওয়া প্রজাতির দৈর্ঘ্য আনুমানিক আট ফিট। আর সিদি চেহানে পাওয়া প্রজাতির দৈর্ঘ্য ১৫ ফিট।

ইউনিভার্সিটি অব বাথের মিলনার সেন্টার ফর ইভ্যুলশন এর ড. নিক লংরিচ বলেন, বিস্ময়কর ব্যাপার হচ্ছে এগুলো সামুদ্রিক। এই উপকূলীয় এলাকায় প্লেসোরস, মোসারস ও হাঙর রয়েছে। কিন্তু এখানে টি-রেক্স এর কাছাকাছি ডায়নোসরের কোনো প্রজাতি মিলবে তা আমরা ভাবতে পারিনি।

মরক্কোর কাদি আয়াদ বিশ্ববিদ্যালয়ের গবেষক নুর এদিন জলিল বলেন, `টি-রেক্সকে উত্তর আমেরিকার শিকারি ডায়নোসর বলা হয়, যারা খাদ্যজালের উপরের দিকে অবস্থান করে। এতদূরে মরক্কোতেও আমরা যে সামুদ্রিক প্রজাতি পেলাম তাদের বৈশিষ্ট্যও অনেকটা এমন মনে হচ্ছে।