ঢাকা, শনিবার ০১, ফেব্রুয়ারি ২০২৫ ৫:৫৯:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেঙ্গুর রেড জোনে ডিএসসিসির ৪ ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৯ পিএম, ২৮ আগস্ট ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ জানিয়েছে চারটি ওয়ার্ডকে ডেঙ্গুর ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো ৫, ২২, ৫৩ ও ৬০। এসব ওয়ার্ডের বাসিন্দারা ভয়াবহ ডেঙ্গু ঝুঁকিতে আছেন।

ডিএসসিসির মুখপাত্র আবু নাছের গণমাধ্যমকে জানান, ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে চারটিতে ১০ জনের বেশি রোগী পাওয়ায় রেড ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ওয়ার্ডগুলোতে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।

রেড ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত ৫ নম্বর ওয়ার্ডের আওতায় রয়েছে কদমতলা বাসাবো, পূর্ব বাসাবো, মায়াকানন, সবুজবাগ, উত্তর মুগদাপাড়া ডেপুটি কলোনি, আহম্মেদ বাগ, রাজারবাগ উত্তর ও দক্ষিণ এলাকা।

রেড ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত ২২ নম্বর ওয়ার্ডের আওতায় রয়েছে বাড্ডানগর লেন, বোরহানপুর লেন, কুলাল মহন লেন, কাজীরবাগ লেন, নবীপুর লেন, হাজারীবাগ লেন, মনেশ্বর রোড, মনেশ্বর লেন, হাজারীবাগ রোড, কালুনগর, এনায়েতগঞ্জ, গণকটুলী, ভাঙ্গী কলোনি, নীলাম্বর সাহা রোড।

রেড ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত ৫৩ নম্বর ওয়ার্ডের আওতায় রয়েছে ফরিদাবাদ, কদমতলী, পশ্চিম জুরাইন মুরাদপুর হোল্ডিং ১ থেকে ৪৬ পর্যন্ত, ২৪/৩, ১ নম্বর সড়ক পূর্ব জুরাইন।

রেড ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত ৬০ নম্বর ওয়ার্ডের আওতায় রয়েছে দক্ষিণ রায়েরবাগ, মেরাজনগর (দনিয়ার অংশ), মদিনাবাগ, দক্ষিণ জনতাবাগ, ১৭৪৪ পলাশপুর, নুরপুর-১, নুরপুর-২, পাটেরবাগ, মুক্তধারা, ইসলামবাগ (রসুলবাগ, রহমতবাগ, শাহজালালবাগ), পলাশপুর, জনতাবাগ, স্মৃতিধারা।