ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ২০:৫৪:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীন যেতে লাগবে না করোনা পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীন ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি যাত্রীদের আর কোভিড-১৯ পরীক্ষা করতে হবে না। ঢাকাস্থ চীন দূতাবাস সোমবার (২৮ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

চীনা দূতাবাস জানায়, আগামী ৩০ আগস্ট থেকে চীনগামী যাত্রীদের বোর্ডিং করার আগে কোনো প্রকার কোভিড-১৯ পিসিআর পরীক্ষা বা দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা (আরএটি) করতে হবে না। এ ছাড়া চীনে পৌঁছানোর পরে স্বাস্থ্য ঘোষণাপত্রে দেশটির কাস্টমসের কাছে পরীক্ষার ফলাফল ঘোষণাও করতে হবে না।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ক‌রোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে চীনে ভ্রমণের ক্ষেত্রে কোভিড-১৯ পরীক্ষা বা অ্যান্টিজেন পরীক্ষা বাধ্যতামূলক ছিল। এখন এটি তুলে নেওয়া বাংলাদেশি যাত্রীরা করোনা পরীক্ষা ছাড়াই দেশটিতে ভ্রমণ করতে পারবেন।