তাজিকিস্তানে ভারী বর্ষণে প্রাণহানী বেড়ে ২১
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ৩০ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
তাজিকিস্তানে প্রবল বর্ষণে তিন দিনের মধ্যে অন্তত ২১ জন মারা গেছে। মধ্য এশীয় দেশটির জরুরি পরিস্থিতি কমিটির এক মুখপাত্র আজ বুধবার এ তথ্য জানিয়েছেন।
‘এখানে ২১ জন মারা গেছে’ উল্লেখ করে মুখপাত্র বলেছেন, রাজধানী দুশানবে থেকে খুব দূরে নয় মধ্য তাজিকিস্তানের তিনটি শহরে এই মৃত্যু হয়েছে।
এর আগে গত রোববার তাজিকিস্তানে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৩ জনের প্রানহানির খবর পাওয়া গিয়েছিল।
দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, রাজধানী দুশানবের ঠিক দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। রবিবার (২৭ আগস্ট) এই অঞ্চলে ঝড়-বৃষ্টির কারণে কয়েকটি জেলায় ‘কাদা ধস, পাথর পতিত হওয়ায় ভূমিধস’ হয়েছে।
মুখপাত্র আরও বলেন, দেশে আরও ভূমিধসের ‘উচ্চ ঝুঁকি রয়ে গেছে’।
সংবাদমাধ্যম বলছে, মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত দেশগুলোর মধ্যে তাজিকিস্তান সবচেয়ে দরিদ্র। এছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতেও রয়েছে দেশটি।