ভোলায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:০৬ পিএম, ৩০ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ভোলার লালমোহন উপজেলায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শুরু হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শওকত ওসমান। ২০২৩-২৪ অর্থবছরের কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা কৃষি অফিসার আবু হাসনাইনের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হাসান ওয়ারেসুল কবীর। আরো বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসানউল্লাহ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাখোয়াত হোসেন।
প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণীকে পুষ্টি সচেতনতার পাশাপাশি পারিবারিক পতিত জমি শতভাগ ব্যবহারের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর উপর জোর দেয়া হয়। তাই এ বিষয়ে কৃষকদের দক্ষ গড়ে তুলতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
পরে অতিথিরা উপজেলার চরভুতা ইউনিয়নে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের কৃষক মাঠ স্কুলের সেশন মনিটরিং করেন।