ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ২০:৫৫:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট থারমান

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ এবং দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী থারমান শানমুগারাতনাম। 

শুক্রবারের ভোটে ৭০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে জয় নিশ্চিত করেন তিনি। 

দেশটির বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হবেন ৬৬ বছর বয়সী থারমান। আগামী ৬ বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির সাবেক এই নেতা। KSRM

এর আগে শুক্রবার এক যুগেরও বেশি সময় পর সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন দল পিএপির সুপারিশের ভিত্তিতেই প্রেসিডেন্ট প্রার্থী করা হয় থারমানকে।

গত প্রায় ৬০ বছর ধরে দেশটির ক্ষমতায় রয়েছে পিএপির সরকার।