ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৯:৪১:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নাটোরে নারী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাটোরে। 

আজ মঙ্গলবার লালপুর উপজেলার লালপুর কে এন সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বেলা ১১টায় এ সডিজি ও ভিশন-২০৪১ মোতাবেক উন্নত র্রাষ্ট্র ও জাতি গঠনে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে জেলা তথ্য অফিস এ সমাবেশ আয়োজন করে।  

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খাজা শামীমের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন।  

বিভিন্ন পেশার দেড়শ’ নারী সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জন করে ধারাবাহিক পথ পরিক্রমায় ২০৪১ সালে আমরা পৌঁছে যাবো উন্নত দেশের কাংখিত গন্তব্যে। উন্নয়নেরএ ধরায় সকল শ্রেণী-পেশার মানুষ বিশেষত নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধির কোন বিকল্প নেই। 

তারা আরও বলেন, সরকার নারী উদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষণ, প্রণোদনা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি রাস্তবায়ন করছে। বিভিন্ন দপ্তরের মাধ্যমে সরকারের প্রদত্ত সুযোগ গ্রহণ করতে হবে।