ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ১৭:৪৯:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মার্কিন সামরিক আধিপত্য ‘বিশ্বের জন্য অশুভ শক্তি’: রাশিয়া 

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য আধুনিক বিশ্বের সবচেয়ে বড় শয়তান। খবর সিনহুয়ার।
মার্কিন সামরিক আধিপত্যের ‘উৎপত্তি, তথ্য এবং বিপদ’ সম্পর্কে বার্তা সংস্থা সিনহুয়ার থিঙ্ক ট্যাঙ্ক ‘সিনহুয়া ইনস্টিটিউট’ প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনের ব্যাপারে জাখারোভা এমন মন্তব্য করেন।
মুখপাত্র বলেন, প্রতিবেদনটি ‘অত্যন্ত সময়োপযোগী’ এবং এর শব্দগুলো ‘প্রকৃত সত্য’। 
জাখারোভা বলেন, মার্কিন সামরিক আধিপত্য বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ সমস্য সমাধান এবং দেশগুলোর জন্য সমান অধিকার ও বাধ্যবাধকতাগুলোকে কঠিন করে  তুলেছে। আর এটি সামগ্রিকভাবে বৈশ্বিক উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।
তিনি বলেন, এটা কেবলমাত্র বিশ্বের জন্যই ক্ষতিকর নয়, যুক্তরাষ্ট্রের জন্যও ক্ষতিকর।
জাখারোভা বলেন, মার্কিন আধিপত্য অস্থিতিশীলতার বীজ বপন করে এবং আন্তর্জাতিক সম্পর্কের যৌথ নীতির বিরুদ্ধে কাজ করে।