ঢাকা, বৃহস্পতিবার ২৪, অক্টোবর ২০২৪ ১৫:২৮:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফের চালু হয়েছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে তিন দিন বন্ধ থাকার পর ফের উৎপাদন শুরু করেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ত্রুটি কাটিয়ে গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়। উৎপাদনের সাথে সাথেই উৎপাদিত ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রীডে।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড'র (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাক (ডিজিএম) মো. আনোয়ার উল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ার উল আজীম বলেন, সোমবার সন্ধ্যা ৭টা থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে। সন্ধ্যা থেকে উৎপাদিত ২৬০ মেগাওয়াট যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে।

বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে এক হাজার ৩২০ মেগাওয়াটের দুই ইউনিটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট উৎপাদন শুরুর সাত মাসের মধ্যে সাতবার বন্ধ হয়েছে। এভাবে ঘন ঘন বিদ্যুৎকেন্দ্রটি বন্ধের পর ফের চালু করতে বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট জ্বালানি বিশেষজ্ঞরা।