ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ২:৫৪:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইরানে সংসদে নারী পোশাকবিধির বিতর্কিত বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইরানে নারীরা ইসলামিক পোশাকবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ বছর সাজার বিধান রেখে নতুন বিতর্কিত বিল পাস করেছে দেশটির পার্লামেন্ট। নতুন এই বিলটি তিন বছর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। 

সংসদে পাস হলেও এটি এখন দেশটির গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায়। এরপর তা আইনে পরিণত হবে।

বিলে বলা হয়, বিদেশি সরকার বা বৈরী সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর সরকার, গণমাধ্যম বা বিভিন্ন গ্রুপ বা সংস্থার প্ররোচনায় নারীরা মাথায় স্কার্ফ বা যথাযথ পোশাক পরিধান করতে ব্যর্থ হচ্ছেন। এসব নারীর ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে। 

গেল বছর ইসলামি পোশাকবিধি অমান্যের অভিযোগে আটক তরুণী মাসা আমিনি পুলিশি হেফাজতে মারা যান। এ ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশে। 

এ বিক্ষোভের পর যেসব নারীরা পোশাকবিধি অমান্য করছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। বাড়িয়েছে পুলিশ নজরদারিও।

মুন্না/উই