ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৬:৪৮:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঘরের আড়ায় ঝুলছিল গৃহবধূ, পাশে পড়ে ছিল চিরকুট

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১১ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চিরকুট লিখে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ৪ সন্তানের জননী নাসিমা বেগম (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মরদেহ উদ্ধারের সময়ে চিরকুটটি পায় পুলিশ।

চিরকুট লেখা ছিল, ‘আমার স্বামীর দোষ নাই, আমার স্বামী আমাকে অনেক মায়া করে, আমি সংসারের কোনো কাজ করতে পারি না। আমার ছেলে-মেয়েদের দেখে রেখ স্বামী। আমারে কেউ কোনো কিছু করে নাই, আমার লাশ পুলিশে দিয়েন না।’

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ওই গৃহবধূর বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। গৃহবধূ নাছিমা বেগম ফরিদগঞ্জ উপজেলার পূর্ব পোয়া গ্রামের দিনমজুর হিরন মিয়ার স্ত্রী।

মৃতের বোন হাসিনা বেগম বলেন, গত ২০ বছর পূর্বে আমার বোনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আমার দুলাভাই বিদেশে চলে যান। বিদেশে দুলাভাই ভালো কিছু করতে না পেরে, গত ৭ বছর পূর্বে দেশে চলে আসেন। সেই থেকে আমার বোনের মাথায় সমস্যা সৃষ্টি হয়। বিভিন্ন চিকিৎসকদের চিকিৎসা নিয়েও ভালো হয়নি। আমার বড় ভাগনির বিয়ে হয়েছে, বাকিদের নিয়ে সবসময় চিন্তা করত আমার বোন। আমার দুলাভাই দিনমজুরের কাজ করেন, কখনো অটোরিকশা চালান, আবার কখনো কৃষিকাজ করেন। হঠাৎ আজকে জানতে পারি আমার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ফরিদগঞ্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সিমটম দেখে এটিকে আত্মহত্যা বলেই মনে হয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।