গাসিক মেয়র জায়েদার প্রধান উপদেষ্টা হলেন ছেলে জাহাঙ্গীর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১৪ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন তার ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সিটির তৃতীয় পরিষদের প্রথম করপোরেশন সভায় কাউন্সিলদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম রহমান জানান, আমরা সবাই মিলে জাহাঙ্গীর আলমের নাম মেয়রের প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করি। পরে কাউন্সিলররা প্রস্তাবটিতে সমর্থন দিলে তা গৃহীত হয়।
নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন মেয়র জায়েদা খাতুন। সভায় গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডর ৭৬ জন কাউন্সিলরের মধ্যে ৭০ জনই উপস্থিত ছিলেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম, সচিব আব্দুল হানান, প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, চিফ রেভিনিউ অফিসার (সিআরও) এহসানুল মামুন, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, হাজী মনিরুজ্জামান, মিজানুর রহমান, হানান মিয়া হানু, জাহাঙ্গীর আলম, মাসুদুর হাসান বিল্লাল, হলাল উদ্দিন, মাহবুবুর রশীদ খান শিপু, পারভীন আক্তার, শিরিন আক্তার প্রমুখ।