ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৪:৫২:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাড়ে পাঁচ ঘণ্টার মধ্যে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নাটোরের সিংড়া উপজেলায় মাত্র সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই বোন ফীমা খাতুন (১৫) ও ছোট বোন ফারিয়া (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। খাবারে বিষক্রিয়া থেকে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

ফীমা ও ফারিয়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মালকুড় গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ফীমা খাতুন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিজরুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ফীমার ছোট বোন ফারিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা য়ায়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন জানান, মালেশিয়া প্রবাসী নাজিম উদ্দিনের দুই মেয়ে রাতে পড়াশোনা করছিলেন। এ সময় তাদের মা ভাত ও টাকি মাছের ভর্তা দিয়ে খাবার দেন। খাওয়া শেষে দুই বোন শুয়ে ছিল। হঠাৎ দুজনই বমি করতে থাকে। তৎক্ষণাত তাদের বগুড়া নন্দীগ্রাম বিজরুল হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে বড় মেয়ে ফীমা খাতুন মারা যায় এবং ছোট মেয়ে ফারিয়ার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছোট মেয়েও মারা যায়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম চিকিৎসকদের বরাত দিয়ে জানান, খাবারে বিষক্রিয়া থেকে ফারিয়া খাতুনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। নিহতের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল জানান, নন্দীগ্রাম উপজেলার বিজরুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফীমা খাতুন খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত ছিল। তবে তার ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। রান্না করা খাবার খোলা থাকায় টিকটিকি বা কোনো প্রাণীর প্রসাব-পায়খানা খাবারে পড়ে বিষক্রিয়া হয়ে থাকতে পারে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খাবারে বিষক্রিয়া থেকে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।