এবার তুরস্ক সফর করবে আ.লীগ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির গ্র্যান্ড কংগ্রেসে যোগ দিতে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। দলটি শুক্রবার (৬ অক্টোবর) ঢাকা ত্যাগ করবেন।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আওয়ামী লীগকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানায় দেশটি। আগামী ৭ অক্টোবর দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের গ্র্যান্ড কংগ্রেস অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সঙ্গে তুরস্কের যোগাযোগ রয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা গত ৩ জুন আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে বাংলাদেশ এসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী ও দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
এদিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বাংলাদেশ গণতন্ত্র ও আইনের শাসন লঙ্ঘন করে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূসের বিরুদ্ধে একটি অন্যায় ও ভিত্তিহীন তদন্ত চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়।
বুধবার (৩০ আগস্ট) রাতে ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের চিঠিটি প্রকাশ করা হয়।
তার ফেসবুক পোস্টে দেখা যায়, মঙ্গলবার (২৯ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের পক্ষে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির ২২তম দলের সদস্য প্রফেসর ড. আজিজ আকগিল স্বাক্ষরিত বার্তাটি ইস্যু করা হয়েছে।