ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ২৩:৩৬:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিরিয়ার ড্রোন হামলায় নারী-শিশুসহ ১১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার

সিরিয়ার হোমস প্রদেশে মিলিটারি একাডেমিতে বৃহস্পতিবার ড্রোন হামলা।  ছবি: সংগৃহিত।

সিরিয়ার হোমস প্রদেশে মিলিটারি একাডেমিতে বৃহস্পতিবার ড্রোন হামলা। ছবি: সংগৃহিত।

সিরিয়ার হোমস প্রদেশে মিলিটারি একাডেমিতে বৃহস্পতিবার এক ড্রোন হামলায় নারী-শিশুসহ ১১২ জন নিহত হয়েছেন। আহত প্রায় ২৫০ জন। রাষ্ট্রীয় গণমাধ্যম সরকার নিয়ন্ত্রিত হোমসে এই ভয়াবহ হামলার জন্য ‘সন্ত্রাসী সংগঠনকে’ দায়ী করেছে। যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

এদিকে কুর্দি বাহিনী জানায়, দেশটির কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের বিমান হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আঙ্কারা এক বোমা হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর তারা সেখানে হামলা চালালো।

সরকারি বার্তা সংস্থা ‘সানা’ পরিবেশিত সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী সংগঠন কেন্দ্রীয় শহর হোমসে সামরিক একাডেমির কর্মকর্তাদের স্নাতক অনুষ্ঠান লক্ষ্য করে এই হামলা চালায়।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা জানায়, সেখানে ড্রোন হামলায় ২১ জন বেসামরিক নাগরিকসহ ১১২ জন নিহত ও কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ নারী রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘোবাশ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এই ঘটনায় প্রাথমিকভাবে ছয় নারী ও ছয় শিশুসহ ৮০ জন নিহত এবং ২৪০ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। কেউ তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।

জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সিরিয়ায় ড্রোন এবং প্রতিশোধমূলক হামলার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন।