অনলাইন গেমিংকাণ্ডে রণবীরের পর শ্রদ্ধাকে তলব
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১৩ এএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
রণবীর কাপুরের পর অনলাইন জুয়া চক্রে জড়িত থাকার অভিযোগে ফেঁসে যাচ্ছেন শ্রদ্ধা কাপুর। তাকে জরুরি তলব করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
শুক্রবার ইডির দফতের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রণবীর ও শ্রদ্ধাকে। রণবীর এতে অপারগতা প্রকাশ করেছেন। চেয়ে নিয়েছেন দুই সপ্তাহ সময়। তবে জানা গেছে শ্রদ্ধা নির্ধারিত দিনেই মুখোমুখি হবেন ইডির।
রণবীর কিংবা শ্রদ্ধাকে অভিযুক্ত হিসেবে ডাকা হয়নি। বরং মহাদেব অনলাইন বেটিং চক্রের আর্থিক লেনদেন সম্পর্কে আরও তথ্যের খোঁজ করতে শ্রদ্ধাকে তলব করা হয়েছে রায়পুরের ইডির অফিসে। উল্লেখ্য, সংশ্লিষ্ট ইস্যুতে আরও ১৪-১৫ জন বলিউড তারকা ইডির নজরে রয়েছে বলে খবর। খুব শিগগিরি তাঁদেরকেও তলব করা হবে বলে জানা গিয়েছে।
ইডির স্ক্যানারে রয়েছেন আরও ১৫-২০ জন তারকা। সেই তালিকায় নাম রয়েছে গায়ক আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, নেহা কক্কর। রয়েছেন টাইগার শ্রফ, এলি আব্রাম, ভাগ্যশ্রী, সানি লিওন, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরাত ভারুচার মতো অভিনেতারা।