ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ০:০৩:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নারীসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৩ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ অক্টোর) দেশটির তামিলনাড়ুর আরিয়ালুর জেলায় এ ঘটনা ঘটে। আরিয়ালুর এবং পেরামবালুর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালেই ১০ জনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মানুষ রীতিমতো ভয় পেয়ে যায়। আশপাশ থেকে সবাই ছুটে এসে দেখেন বিস্ফোরণে ঝলসে গিয়ে রাস্তায় পড়ে কাতরাচ্ছেন কয়েকজন।


পুলিশ জানায়, বেসরকারি বাজি প্রস্তুতকারী সংস্থা ছিল ভিরাগালুর হ্যামলেট এলাকার ভেট্রিয়ুর গ্রামে। এখানেই বাজি তৈরি হতো স্থানীয় অনুষ্ঠান এবং মন্দিরে পূজা-পার্বণ উপলক্ষে। বিস্ফোরণের জেরে আগুন লেগে গিয়েছিল। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। কারখানায় থাকা ৫ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এ হৃদয়বিদারক ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহয়তার ঘোষণা দেন। দুর্ঘটনায় নিহতদের পরিবার ৩ লাখ, গুরুতর আহতদের ১ লাখ এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে পাবেন।