ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ২০:২৮:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৩ ঘণ্টার চেষ্টায় উত্তরার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ১১ অক্টোবর ২০২৩ বুধবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উত্তরা ৭ নাম্বার সেক্টরের বিএনএস সেন্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।


ফারুক জানান, আগুনের সূত্রপাত আট তলায় হলেও পরবর্তীতে ছড়িয়ে পড়েছে ভবনের একাধিক ফ্লোরে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ানো হয় ফায়ার সার্ভিসের ইউনিট। এছাড়াও ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে টার্ন টেবল লেডার (টিটিএল)।

ঘটনাস্থলে ফায়ার ফাইটাররা জানিয়েছেন, যে পরিমাণে আগুন জ্বলছে তা নেভানোর মতো পর্যাপ্ত পানির সরবরাহ পাচ্ছিলেন না তারা। টার্ন টেবল লেডার (টিটিএল) ব্যবহার করে ওপর থেকে পানি সার্বক্ষণিক দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।।