ওয়ানপ্লাস আনছে ভাঁজ করা ফোন
প্রযুক্তি ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৬ অক্টোবর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ফোল্ডিং বা ভাঁজ করা ফোনের বাজারে নাম লেখাল চীনের ওয়ানপ্লাস। প্রতিষ্ঠানটি শিগগিরই ভাঁজ করা ফোন আনছে। মডেল ওয়ানপ্লাস ওপেন।
এই ফোনটির ভেতরের ডিসপ্লে ৭.৮২ ইঞ্চির। এতে ওলিড স্ক্রিন ব্যবহৃত হয়েছে। যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। ফোনের বাইরের অংশে একটি ৬.৩১ ইঞ্চির আরেকটি ওলিড স্ক্রিন দেওয়া হচ্ছে। এই স্ক্রিনটিতেও ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে লঞ্চের তারিখ জানিয়েছে ওয়ানপ্লাস। ১৯ অক্টোবর এই ফোনটি বাজারে ছাড়বে ওয়ানপ্লাস।
কোম্পানির এই প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের সমস্ত ফিচার এখনও অবধি জানা যায়নি।
ক্যামেরা সেটআপের কথা বললে, ফোনে তিনটি ক্যামেরা দেওয়া যেতে পারে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেন্সর।
ফোনটি গিকবেঞ্চ সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। সার্টিফিকেশন সাইটের তালিকা অনুযায়ী, ওয়ানপ্লাস ফোল্ডিং ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ চিপসেট রয়েছে এবং গতির জন্য ১২ জিবি র্যাম দেওয়া হয়েছে।
এছাড়াও এতে সহজেই মাল্টিটাস্কিং করতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না বলেই দাবি কোম্পানিটির। অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে কাজ করা এই ফোনটিতে একটি ৪৮০৫ এমএএইচ ব্যাটারি রয়েছে। যা ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।