২৬ বছরে মারা গেলেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৫১ পিএম, ১৬ অক্টোবর ২০২৩ সোমবার
মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস
মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেন। তিনি ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন।
নিউইয়র্ক পোস্টের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, জরায়ুমুখের ক্যানসারের সঙ্গে যুদ্ধের পর গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘ দুই বছর ধরে জরায়ু ক্যানসারে ভুগছিলেন শেরিকা। সম্প্রতি তাকে ক্যামোথেরাপি ও রেডিওথেরাপি দিতে হাসপাতালে নেয়া হয়েছিল। কিন্তু শেষমেশ তাকে আর বাঁচানো যায়নি।
২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতায় অংশ নেন শেরিকা।
সে সময় দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সবসময়ই মডেল হতে চেয়েছিলাম, তা বিউটি মডেল হোক, বিজ্ঞাপনের মডেল হোক বা ক্যাটওয়াক মডেল হোক। আমি ফ্যাশন সম্পর্কিত সবকিছুই পছন্দ করি। চ্যালেঞ্জে পূর্ণ এই অভিজ্ঞতায় থাকতে পেরে আমি খুবই খুশি।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জরায়ুর ক্যানসার নারীদের মধ্যে ছড়িয়ে পড়া চতুর্থ সর্বাধিক ক্যানসার। ২০১৮ সালে বিশ্বব্যাপী আনুমানিক ৫ লাখ ৭০ হাজার মহিলা এই ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৩ লাখ ১১ হাজার নারী এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।