বাঁচানো গেল না বিবিএ’র ছাত্রী তুলিকে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৬ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
নুসরাত জাহান তুলি
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী নুসরাত জাহান তুলি মারা গেছেন। শুক্রবার (২০ অক্টোবর) নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তুলি।
গত বুধবার সকালে সলিমপুর জলিল গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী তুলি। তার বাবা মোহাম্মদ মন্জু ফৌজদারহাট বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ছিলেন। তারা ফৌজদার সিডিএতে ভাড়া বাসায় থাকতেন। দুই সন্তানের মধ্যে তুলি ছোট।
মেয়ের লাশ নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার সময় বাবা মোহাম্মদ মন্জু বলেন, ‘আমার মেয়ের জন্য দোয়া করবেন।’
তুলির মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আইআইইউসি কর্তৃপক্ষ। ছাত্রীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে একদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী, আজ শনিবার কালো ব্যাজ ধারণ এবং সব ক্লাস বন্ধ থাকবে। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল হবে।
এতে বিশ্ববিদ্যালয়ের সবাইকে উপস্থিত থাকার জন্য রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।