ইসরাইলি বোমায় ফিলিস্তিনি কবি হেবা কামাল নিহত
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
ফিলিস্তিনি কবি ও লেখক হেবা কামাল আবু নাদা। ছবি: ফেসবুক।
গাজায় ইসরাইলি বোমা হামলায় ফিলিস্তিনি কবি ও লেখক হেবা কামাল আবু নাদা নিহত হয়েছেন। সোমবার তিনি নিহত হয়েছেন বলে গালফ টুডের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের মিনিস্ট্রি অব কালচার। ওই পোস্টে বলা হয়, ‘গাজায় আমাদের জনগণের ওপর ক্রমাগত আগ্রাসনের ফলে শহীদ হয়েছেন লেখক ও কবি হেবা কামাল আবু নাদা।’
ফিলিস্তিনের মিনিস্ট্রি অব কালচার জানিয়েছে, হেবা কামাল আবু নাদা একজন সৃজনশীল লেখক। তিনি গল্প, উপন্যাস এবং কবিতা লিখেছেন। ১৯৯১ সালে সৌদি আরবে জন্মগ্রহণ করেন তিনি। তার পরিবার ১৯৪৮ সালে গুরজার পরিত্যক্ত ও ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে শরণার্থী হয়ে আসে। জৈব রসায়ন ও শিক্ষা পুনর্বাসন নিয়ে পড়াশোনা করে শিক্ষা বিভাগে কাজ করতেন হেবা।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন বলছে, শিক্ষা–সাহিত্যে অবদানের জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছেন হেবা কামাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি হলো ফিলিস্তিন সংকট নিয়ে লেখা তার ছোট গল্পের কারণে বিশেষ পুরস্কার। ‘অক্সিজেন ইজ নট ফর দ্য ডেডঅক্সিজেন মৃতদের জন্য নয়)’ উপন্যাসের জন্য জিতেছেন শারজাহ পুরস্কার।
এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে। গাজা উপত্যকায় এই সংঘাত হয়েছে বলে জানা যায়।
হামাস–ইসরাইল সংঘাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ সংঘাতে এ পর্যন্ত ১৫ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। বন্ধ করতে হয়েছে ৩২টি হাসপাতাল। বোমার কারণে ধ্বংস হয়েছে অনেক ভবন। এর নিচে চাপা পড়ে আছে ১ হাজার ৫০০ মানুষ।