ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন পুরো কক্সবাজার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৬ এএম, ২৫ অক্টোবর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো শহর।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টা থেকে কক্সবাজার শহরে বিদ্যুৎ নেই। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কক্সবাজারের সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছপালা ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে এদিন সকাল থেকেই কক্সবাজারে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর সন্ধ্যার দিকে শুরু হয় তীব্র বাতাস। এতে গাছপালা ভেঙে পড়তে থাকে। বিভিন্ন জায়গায় বিদ্যুতের তারে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এদিকে বিদ্যুৎ না থাকায় বিঘ্ন হচ্ছে টেলিযোগাযোগসেবাও। অধিকাংশ এলাকায় বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট।