ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ২১:৫৩:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি খ্যা খিয়াং মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১২ পিএম, ২৭ অক্টোবর ২০২৩ শুক্রবার

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি খ্যা খিয়াং মারা গেছেন

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি খ্যা খিয়াং মারা গেছেন

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি খ্যা খিয়াং ৬৮ বছর বয়সে মারা গেছেন। সাংহাইয়ে বৃহস্পতিবার হার্ট অ্যাটাকে মারা যান তিনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

সংস্কারবাদী লি খ্যা খিয়াং গত বছর অবসরে যান। তার আগ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টিতে দেশটির প্রেসিডেন্ট শি চিন পিংয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন তিনি।

লি খ্যা খিয়াং একজন খ্যাতনামা অর্থনীতিবিদ ও অভিজ্ঞ আমলা ছিলেন। শি’র অধীনে ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে চীনের অর্থনীতির বিকাশে তার বিশেষ অবদান ছিল।

অনেক বিশ্লেষকের মতে, প্রেসিডেন্ট শি চিন পিং নিজের শাসনক্ষমতা ধরে রাখতে চীনা কমিউনিস্ট পার্টিতে লি লি খ্যা খিয়াংকে অনেকটা কোণঠাসা করে রেখেছিলেন। কারণ লি খ্যা খিয়াংকে চীনের ভবিষ্যত নেতা ভাবা হতো।

একারণেই কমিউনিস্ট পার্টি ও সরকার প্রধানের পদ থেকে বর্ষীয়ান রাজনীতিক লি খ্যা খিয়াংকে সরে যেতে হয়। এমনকি চীনা কমিউনিস্ট পার্টির সর্বশেষ সম্মেলনে তাকে দলের পলিটব্যুরোতেও রাখা হয়নি।

পলিটব্যুরোর সদস্যরা শি চিন পিংয়ের অনুগত হিসেবে পরিচিত।