আনোয়ারায় প্রধানমন্ত্রীর জনসভায় আসছেন নারীরা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:২৮ পিএম, ২৮ অক্টোবর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
চট্টগ্রামের আনোয়ারায় প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে দলে দলে নারীরা আসছেন। হলুদ শাড়ি পরা নারীদের আগমনে ভরে উঠেছে সভাচত্বর।
বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় এসেছেন প্রধানমন্ত্রী। আজ শনিবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সেখানে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের স্মরণ কালের শ্রেষ্ঠ জনসভা।
দক্ষিণ চট্টগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় ১০ লাখ লোকের টার্গেট পূরণে ভোর থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেছে আওয়ামী লীগের কর্মসমর্থকেরা। জনসভায় যোগ দিতে কর্মী-সমর্থকদের মধ্যে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে আসছে নারী, বৃদ্ধা, শিশুরাও।
আজ সমাবেশস্থলের আশেপাশের ১ কিলোমিটার আগে থেকেই পায়ে হেঁটে সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা। হলুদ শাড়িতে সেজেগুজে নারীরাও আসছেন প্রধানমন্ত্রীর জনসভায়।
শিল্পা দাশ নামের এক নারী বলেন, ‘আমি আনোয়ারার সদর থেকে আসতেছি। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আমাদের এলকার সব মহিলা জনসভায় চলে আসছে। আমার সাথে আমার ছোটো মেয়েটাও আসছে।’
এদিকে জনসভার টার্গেট পূরণে আনোয়ারা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, ‘নূন্যতম ১০ লাখ লোকের টার্গেট ছিল। আমাদের জনসভায় ১০ লাখের বেশি লোকসমাগম হবে।’