ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১৮:২৫:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মোহাম্মদপুরে আরও দুই বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৯ অক্টোবর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুরোপুরি পুড়ে গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুনের ঘটনা ঘটেছে।

রোববার সকালে মোহাম্মদপুর তিন রাস্তায় স্বাধীন পরিবহণের একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় সড়কে দাঁড়িয়ে থাকা স্বাধীন পরিবহণের বাসটির কাছে তিনজন ব্যক্তি আসে। তাদের মধ্য থেকে একজন পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা একজনকে আটক করেছে। বর্তমানে ওই ব্যক্তি মোহাম্মদপুর থানায় রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক। তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করা হয়েছে। নাম পরিচয় এখন জানতে পারিনি।

অন্যদিকে মোহাম্মাদপুরের টাউন হল এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকাল ১০টার দিকে প্রজাপতি পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাসটির চালক জানান, কয়েকজন দুর্বৃত্ত চলন্ত বাসটিকে থামিয়ে সব যাত্রীদের নেমে যেতে বলে। এরপর তারা বাসটিতে অগ্নিসংযোগ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সাড়ে ১০টার দিকে টাউনহল এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে যোগ দেয়।

আগুনে বাসটি প্রায় পুরোপুরি পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এর আগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে, রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। সেই সাথে জামায়াতে ইসলামীও একইদিন সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে।