বৃষ্টিরা তিন বোন
পলাশ মাহবুব
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৪৪ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার | আপডেট: ০২:১৩ এএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার

বৃষ্টিরা তিনবোন থাকে মেঘ রাজ্যে,
তিন বোন বৃষ্টির তিন রূপ সাজ যে।
বড় বোন সাদামাটা বড় বোন, ‘টুপটাপ’,
আনমনে ঝরে যায় একটানা চুপচাপ।
বৃষ্টিরা তিনবোন আসমানী রঙ্গে,
সারাবেলা খুব ভাব মেঘেদের সঙ্গে।
মেঝো বোন দাপুটে সে, মেঝো বোন ‘মুষলী’-
নামে যদি থামেনা, এতই সে কুশলী।
বৃষ্টিরা তিনবোন বাতাসের পড়শি,
মেঘ মেঘ গুঁড়গুঁড় আষাঢ়ের বড়শি।
ছোটবোন চঞ্চল, ঝিরঝির ঝরঝর-
বৃষ্টির কথা শুনে খুকুটার জ্বর জ্বর।