ফিলিস্তিনিদের পক্ষ নিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৪২ পিএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অনবরত হামলার শিকার নিপীড়িত ফিলিস্তিনি জনতার পক্ষ নিলেন।
তিনি বলেছেন, জাতিসংঘে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে ভারতের ভোটদান থেকে বিরত থাকার তীব্র নিন্দা জানায় কংগ্রেস।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখন্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানো শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে ৬ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক। গাজায় ইসরায়েলের অনবরত বিমান হামলায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১০ লাখেরও বেশি মানুষ।
২৮ অক্টোবর মানবিক সহায়তার জন্য গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব তোলা হয়। সেখানে প্রস্তাবের পক্ষে ১২০টি দেশ এবং বিপক্ষে ১৪টি দেশ ভোট দেয়। ভোটদান থেকে বিরত থাকে ভারত।
সোনিয়া গান্ধী বলেন, ইসরায়েলে হামাসের হামলার তীব্র নিন্দা জানায় তার দল। তবে সেই হামলার কারণে অসহায় ও নিরপরাধ মানুষ এখন নিপীড়নের শিকার হচ্ছে। এটি বন্ধ করা প্রয়োজন।
সোনিয়া গান্ধী বলেন, পুরো মানবতা আজ পরীক্ষার মুখে। তিনি বলেন, ইসরায়েলি সরকার এখন ক্ষমতা প্রয়োগ করে এমন এক জনগোষ্ঠীর ওপর প্রতিশোধ নিচ্ছে যাদের কোনো দোষ নেই এবং তারা অসহায়।