ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ২:৫৮:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

অভিনেত্রী হুমায়রা হিমু।  ফাইল ছবি।

অভিনেত্রী হুমায়রা হিমু। ফাইল ছবি।

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৬ মিনিটে এই অভিনেত্রীকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

আহসান হাবীব নাসিম বলেন, ‘আজ বিকেলে হিমুকে হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তারা জানায়, হাসপাতালে আনার আগেই ওর মৃত্যু হয়েছে। আমাদের দুই অভিনয়শিল্পী হাসপাতালে যাচ্ছে। এরপরই আমরা বিস্তারিত জানাতে পারব।’

এদিকে খবর রটেছে, উত্তরার নিজ বাসায় আত্মহত্যা করেছেন হিমু। হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক।

এ বিষয়ে নাসিম বলেন, ‘আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। বিকেলে তাকে হাসপাতালে নিয়ে যান তার ছোট বোন মিহির ও প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় হালকা দাগ দেখতে পাওয়ায় কর্তব্যরত ডাক্তার পুলিশ ডাকেন। ততক্ষণে হিমুর প্রেমিক তার ফোন নিয়ে পালিয়ে যান। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’

উল্লেখ্য, হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে পা রাখেন তিনি। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

ছোট পর্দার পাশাপাশি হিমু অভিনয় করেন সিনেমাতেও। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমায় ‘অরু’ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি।