ঢাকা, সোমবার ১৮, নভেম্বর ২০২৪ ১৭:৩৩:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কীভাবে বুঝবেন বাড়িতে ‘ভূত’ আছে?

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩১ পিএম, ২৫ জুন ২০১৮ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভূত কিংবা প্রেতাত্মার বিচরণ সবখানে। বিশেষজ্ঞদের মতে, সবাই জীবনে কোনো না কোনো সময়, ভূত, ওপারে চলে যাওয়া প্রিয়জনের দেখা পেয়ে থাকে। যদিও মানা হয়, এই দেখাগুলো সাধারণত সুখকরই হয়ে থাকে, তবে কিছু কিছু সময়, এই অন্য জগতের জীবের আবির্ভাব বেশ চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ হতে পারে।

কিছু নির্দিষ্ট লক্ষণ আছে, যাতে আপনি বুঝতে পারবেন, আপনার সঙ্গে ভূতের সাক্ষাৎ হয়েছে। সম্প্রতি মার্কিন প্যারানরমাল বিশেষজ্ঞ নিকোল ক্যানফিল্ড ভূতের অবস্থান নিয়ে কতগুলো বিষয় উল্লেখ করেছেন। যা দেখে বাড়িতে ভূতের উপস্থিতি বোঝা যায়।

১. বাড়িতে যদি বিনা কারণে কারও পায়ের শব্দ, দরজা-জানলা খোলা ও বন্ধ হওয়ার শব্দ পেতে থাকেন, তবে বুঝবেন সমস্যা রয়েছে।
২. যদি কোনো কারণ ছাড়াই বাড়িতে হঠাৎ উজ্জ্বল আলোর ঝলকানি দেখা যায়, তা হলেও সাবধান!
৩. যদি প্রায় বাড়িতে দুর্গন্ধ বিরাজ করে। অতিরিক্ত সুগন্ধ থেকেও সচেতন থাকবেন।
৪. যদি দিনের পর দিন আপনি দুঃস্বপ্ন দেখেন।
৫. অকারণে দিনের যেকোনো সময়ে যদি শরীর ছমছম করে।
৬. বার বার যদি পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া হয়।
৭. যদি পরিবারের কোনো সদস্যের শরীরে অকারণে ক্ষতচিহ্ন দেখা দিলে।
৮. বাড়ির কোনো সদস্যের হঠাৎ জটিল রোগে আক্রান্ত হয়ে পড়া। চিকিৎসক করেও কোনো সমাধান না হওয়া।