ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৯:৪১:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুদানে চলমান লড়াইয়ে ৬০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ এএম, ১১ নভেম্বর ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে চলমান লড়াইয়ে ৬ মাসে ৬০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

চলতি বছরের এপ্রিলে ক্ষমতা দখলকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স-আরএসএফ। 

জাতিসংঘ জানায়, এই গৃহযুদ্ধে এরইমধ্যে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে অন্তত ৬০ লাখ মানুষ। এরমধ্যে ১২ লাখেরও বেশি আশ্রয় নিয়েছে চাদসহ প্রতিবেশী দেশগুলোতে। 


দুই বাহিনীর সংঘর্ষের জের ধরে কয়েকদিনে সেখানে প্রাণ হারিয়েছে ৮ শতাধিক মানুষ। দুই বাহিনীর বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘন, লুটপাট, ধর্ষণের অভিযোগ বাড়ছে বলে জানায় সংস্থাটি।