রেকর্ড গরমে রিও ডি জেনেরিও জ্বলছে
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ব্রাজিলের বড় অংশে প্রচন্ড তাবদাহ বয়ে যাওয়ায় মঙ্গলবার রিও ডি জেনেরিওতে আগুনের মতো তাপমাত্রা অনুভূত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, থার্মোমিটারের পরিমাপে ৩৯ ডিগ্রি সেলসিয়াস দেখা গেলেও তাতে তাপের যথাযথ তীব্রতা বোঝা যায়নি। খবর এএফপি’র।
রিওতে ৫৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটি ছিল আর্দ্রতা, তাপমাত্রা ও বাতাসের গতির উপর নির্ভর করে ত্বকে কতটা গরম বা ঠান্ডা অনুভূত হয় তার পরিমাপ।
রিও অ্যালার্ট সিস্টেম অনুসারে গত ফেব্রুয়ারির ৫৮ ডিগ্রি সেলসিয়াসের উচ্চতাকে ছাড়িয়ে গেছে।
রাজধানী ব্রাসিলিয়া ছাড়াও দেশের দক্ষিণ-পূর্ব মধ্য-পশ্চিম এবং উত্তরের অংশের ১৫টি রাজ্যকে প্রচন্ড গরমের কারণে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেটিওরোলজি সতর্কতা দিয়েছে। এই তাপমাত্রা ২০১৪ সালে রেকর্ড শুরুর পর থেকে সর্বোচ্চ তাবদাহ হিসেবে চিহ্নিত।
সাও পাওলোর বাসিন্দারাও প্রচন্ড তাবদাহের মুখোমুখি হচ্ছে। পৌরসভা জলবায়ু জরুরি ব্যবস্থাপনা কেন্দ্র অনুসারে মঙ্গলবার বিকেলে থার্মোমিটারের পরিমাপে গড়ে ২১ শতাংশের কম আর্দ্রতাসহ তাপমাত্রা ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
ইনমেট সোমবার জারি করা একটি বুলেটিনে অনুমান করেছে, অসময়ে উচ্চ তাপমাত্রা মৌসুমি স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ায় বিশেষকরে গত সপ্তাহান্ত থেকে ব্রাজিলিয়ানদের ভোগাচ্ছে এবং শুক্রবার পর্যন্ত বহাল থাকবে।